সিরাজগঞ্জে নেসকো কোম্পানী’র নতুন স্মার্ট প্রি-পেইট মিটার অপসারণ বা বন্ধ করার দাবিতে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বিদ্যুৎ বিভাগের নেসকো প্রাইভেট লিমিটেড কোম্পানি কর্তৃক নতুন স্মার্ট প্রি-পেইট মিটার লাগানোর পর থেকে বিগত মিটারের চেয়ে দ্বিগুন টাকা কেটে নেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবিতে বিদ্যুৎ গ্রাহক সমিতির সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ আগষ্ট-২০২১) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ চৌরাস্তার নাজমুল চত্বরে বিদ্যুৎ গ্রাহক সমিতির সভা ও মানববন্ধনে আহ্বায়ক আবু এহিয়া খান সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য সচিব জেলা বাসদ এর আহ্বায়ক নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, আ.ফ.ম মাহাবুবুল হক স্মৃতি পঠাগারের আহ্বায়ক ইসমাইল হোসেন, বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য লেবু খান, রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব -এ- খোদা টুটুল, সিপিবি নেতা সুলতান, জেলা বিএনপি নেতা মিলন ইসলাম খান, বাসদ নেতা সরোয়ারদ্দি খান, ওয়ার্কস পাটির সভাপতি আব্দুর রাজ্জাক,
ছাত্রলীগের সাবেক রাজু আহমেদ, বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য রফিক সাঈদ সাবেক পৌরকাউন্সিলর শাহাদৎ হোসেন, স্কুল শিক্ষক মারুফা খাতুন, ব্যাংক অফিসার বাদল, সহ অন্যান্য বিদ্যুৎ গ্রাহক বৃন্দ।
বক্তাগন বলেন, বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা দ্রুুত সমাধান না করলে আগামীতে বিদ্যুৎ অফিস ঘেরাও দেয়া হবে বলে ঘোষনা দেন , সমাবেশে নেসকো প্রাইভেট লিমিটেড কোম্পানীর কাছে দেওয়া ১০ দফা দাবি জনগনের সামনে তুলে ধরেন।