সিরাজগঞ্জে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার ২৯ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর পদে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানব-বন্ধন করেছে সিরাজগঞ্জ ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম ।
বুধবার (২১আগস্ট) বেলা ১২টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার পরিচালক ফোরাম আয়োজিত উক্ত মাবনবন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসেম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাতাব করিম, রংপুর বিভাগের সভাপতি আব্দুল কাদের, সিরাজগঞ্জ জেলা সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক পলাশ কুমার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, ২০১০ সাল থেকে আমরা বিনা বেতনে ন্যাশনাল ওয়েবপোর্টাল তৈরি, এমআইএস ডাটাবেজ তৈরিসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন দাপ্তরিক কাজ করে আসছি কিন্ত আমাদের বাদ দিয়ে জেলার ২৯ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর পদে অবৈধভাবে লোক নিয়োগ দেয়া হয়। তারা এই নিয়োগ বাতিল করে ডিজিটাল সেন্টার পরিচালকদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানান।