সিরাজগঞ্জে নির্মনাধীন গেইট ভেঙ্গে নিহত পরিবাবের পাশে উপজেলা প্রশাসন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে একটি কলেজ বাউন্ডারির নির্মনাধীন গেইট ভেঙ্গে পড়ে নিহত দুই
পরিবারকে ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার উপজেলার তালম ইউনিয়নের গাবগাড়ী গ্রামের
তোজাম্মেল হক (৫৫) ও বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের রাশেদুল (৩৫) বাড়িতে গিয়ে এ
অর্থ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহান।
শোকাচ্ছন্ন পরিবারের সকলকে শান্তনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ধসঢ়;ফাত জাহান
বলেন, শেখ হাসিনার সরকার সব সময় অসহায়দের পাশে আছে এবং থাকবে। আপনাদের
যেকোনো সমস্যায় উপজেলায় আসবেন। সব সময় অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস
দেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা
বাজার শহীদ এম মনসুর আলী কলেজের বাউন্ডারির গেইট নির্মাণকাজ চলছিল। ওই কলেজ
মাঠের পাশে গুল্টা বাজারে সাপ্তাহিক হাট ছিল। বিকেল সোয়া তিনটার দিকে
নির্মাণাধীন ওই গেইট হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের উপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই
৪ জন মারা যান। এতে আহত হন অন্তত ৫ জন।