সিরাজগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খান সাহেবের মাঠ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সদরের খান সাহেবের মাঠ সংলগ্ন জেলা ইসলামিক ফাউণ্ডেশনের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য নির্ধারিত জায়গার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত প্রায় ১২ টি অর্ধপাকা, সেমি পাকা ও কাচা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা জনাব মো. নজরুল ইসলাম,পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা জনাব মাহমুদুল হাসান রুবেল,সদর থানা পুলিশের সদস্যবৃন্দ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।