সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্র পারভেজ রানা (১৯) কে দ্রুত উদ্ধারের দাবীতে মানব-বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্র পারভেজ রানা (১৯) কে দ্রুত উদ্ধারের দাবীতে মানব-বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তাকে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় হরতাল অবরোধ সহ আন্দোলন কর্মসূচি ঘোষনা দেয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের মুজিব সড়কে এই মানব-বন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সাধারন সম্পাদক এনামুল হক লিমন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাফিউল ইসলাম সবুজ, নিখোঁজ কলেজ ছাত্রের বাবা বাবুল আক্তার জনি ও তার কলেজের শিক্ষার্থীরা। নিখোঁজ কলেজ ছাত্র পারভেজ রানা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের বাবুল আক্তার জনির ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জানুয়ারি বিকেলে অপহৃত পারভেজ রানাকে তার বন্ধু নয়ন মোবাইল ফোন করে আসামি মোবারক হোসেনের পাঁচঠাকুরী বাড়িতে ডেকে নিয়ে যায়। এখানে আগে থেকেই আরো আট দশজন যুবক অবস্থান করছিলো। রাত ৮টার দিকে তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার দিয়ে সবাইকে পালিয়ে যেতে বলেন । সবাই দৌড়ে পালিয়ে যায়। এর পর থেকে পারভেজ রানাকে আর খুঁজে পাওয়া যায়নি । পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি আসামি মোবারক হোসেনর বাড়ির পাশে বাঁধের উপর থেকে উদ্ধার করে পুলিশ । আসামিরা পারভেজ রানাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে ।