সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে – ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে।

বুধবার ( ১ সেপ্টেম্বর) শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয় সাজসজ্জাকরণ, ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় অফিসের সামনে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের নেতৃত্ব বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

দুপুরে কাটাখালিতে মাছের পোনা অবমুক্তকরন করা হয়। বিকেলে কোরআনখানি ও সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনু্ষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ।

এতে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু। এসময় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু প্রমুখ । অনু্ষ্ঠানে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।