সিরাজগঞ্জে নানা আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, মহিলা আওয়ামীলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচী’র মাধ্যমে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়স্থ জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন, শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের এম মনসুর আলী অডিটোরিয়াম এসে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা।
এ সময় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম, হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন,
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরী তালুকদার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ- আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ্যভাবে আরো ভালোভাবে কাজ করতে হবে। নৌকা প্রতীক হলো বাংলার জনগণের আস্হার প্রতীক, তাই এ প্রতীকের বাহিরে কোন কিছু করার সুযোগ নেই। কেউ যদি দেশ নেত্রী বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা শেখ হাসিনার আদেশকে অমান্য করে তাহলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবাই জাতির জনকের আদর্শের নীতিতে আগামী দিনের পথ চলায় এগিয়ে যাবে এদেশ ও জাতি। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। এখন আর পিছনের দিকে আর তাকানোর সময় নেই আমাদের। দেশ এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ।