সিরাজগঞ্জে নাট্যাধার এর “রাজরক্ত” নাটকের সফল মঞ্চায়ন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার অন্যতম নাট্যদল নাট্যাধার এর তৃতীয় প্রযোজনা নাটক রাজ রক্ত রচনায় মোহিত চট্রোপাধ্যায় ও সম্বিত সাহার নির্দশনায় স্হানীয় পৌর ভাসানী মিলনায়তনে বুধ ও বৃহস্পতিবার (১৩ ও ১৪ মার্চ-২০১৯) সন্ধ্যা ৭টায় সফলভাবে মঞ্চায়ন হয়েছে। রাজরক্ত নাটকের মূল চরিত্রে রাজা সাহেবের ভূমিকায় অভিনয় করেছেন, নাট্যাধারের কর্ণাধার জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মাহমুদুল হাসান সুমন, মৃদুল, নিশাত ও হ্যাপি। নাটকের প্রযোজনার অধিকর্তা নাট্যাধারের সাধারন সম্পাদক সঞ্চিব সরকার। আলোক পরিকল্পনা শাহীন রহমান আলোপ্রক্ষেপনে জীবন সাহা, সেট পরিকল্পনায় আলভী, তুজো, কষ্টিউম পরিকল্পনা মনোয়ার, সুমন নিশাত, সংগীত মৃদুল। রাজরক্ত নাটকের মাধ্যমে শোষিত শ্রেণীর মানুষের উপর শোষক শ্রেণীর রাজ রক্তে প্রভূত্ব ও দাসত্বের প্রতিফলিত হয়েছে। এই প্রভূত্ব ও দাসত্ব থেকে মুক্তি পেতে শোষিত শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনের মূলসূর প্রতিধ্বনিত্ব হয়েছে । সফল মঞ্চায়নের দর্শক নন্দিত নাটকটি উপভোগ ও ভূয়োসী প্রশংসা করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য নাট্যলোকের মমিন বাবু, তরুণ সম্প্রদায়ের কর্ণধার আসাদ উদ্দীন পবলু, নাট্যকার খ,ম আখতার হোসেন, শাহজাদপুর থিয়েটারের শহীদুল্লাহ বাবলু, বিবর্তন নাট্যগোষ্ঠীর কাজী শওকত, প্রসূন থিয়েটারের মাহবুব টুটুল, রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ নূরে আলম হীরা প্রমুখ।