সিরাজগঞ্জে নতুন ১৬ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
নতুন করে সিরাজগঞ্জে আরো ১৬ নারী পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। এর মধ্যে গত ১৮ আগষ্ট মেহেদী হাসান মীম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু রোগী সংখ্যা বাড়তে থাকায় জেলাবাসী মধ্যে আতংক বিরাজ করছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মোঃ হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১৪ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এসব হাসপাতালে সব মিলে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।