সিরাজগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৯মার্চ) সিরাজগঞ্জ প্রেসক্লাবে সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির সুমনের আয়োজনে কেক কর্তন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র-১, পৌর আওয়ামীলীগের সভাপতি ও দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক হেলাল উদ্দিন।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদাপর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন, সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সুকান্ত সেন, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আব্দুল মজিদ সরকার, কার্যনির্বাহী কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ফেরদৌস রবিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, ছ্যানেল ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিরক গুণ, সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, দৈনিক বণিকবার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, দৈনিক যুগের কথা পত্রিকার সিনিয়ার স্টাফ রিপোর্টার এএইচ মুন্না, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি এসএম আল আমিন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি সুজন সরকার, রাইজিং বিডির জেলা প্রতিনিধি আদিত্য রাসেল প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন। পরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।