সিরাজগঞ্জে দূর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জ: মাকছুদা খাতুন
সিরাজগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন দূর্যোগ ব্যবস্হাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা ২১ সেপ্টেম্বর শুক্রবার সকালে হোসেনপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রিসোর্স সেন্টারে উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দূর্যোগ ব্যবস্হাপনার অতিরিক্ত সচিব শামীমা হক। সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-সচিব নুরুন নাহার,পরিচালক আনিসুর রহমান, জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান। দিনব্যাপী এ কর্মশালায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব,ইউ’পি সদস্য, সদর উপজেলার দূর্যোগ ব্যবস্হাপনার সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন।