সিরাজগঞ্জে দু’দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্টানে ইফা মহাপরিচালক
লুৎফর রহমান, তাড়াশঃ
করোনা ভাইরাস,যৌতুক,বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সন্ত্রাস জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেনতার জন্য সমাজে ইমামরা অগ্রণী ভূমিকা পালন করছেন। করোনা ভাইরাস প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষা চর্চা বিষয়ে ধর্মীয় নেতাদের সাথে সমাজকর্মীদের ইতিবাচক সামাজিক আচরন শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জে দুদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্ত্যবে ইসলামিক ফাউন্ডেশরে মহাপরিচালক (অতিরিক্ত) সচিব ড.মোঃ মুশফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের লক্ষে ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে রবিবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে দুদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ জালাল আহম্মদ, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনির হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার পারভেজ, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মো: ফারুক আহম্মেদ।
প্রশিক্ষন কর্মশালায় জেলার ৯টি উপজেলার ৩০জন ধর্মীয় শিক্ষক অংশ গ্রহন করেন।