সিরাজগঞ্জে দুটি খুনের মামলায় এখনও রহস্য উদঘাটন হয়নি
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঞ্চল্যকর ২ যুবক খুনের মামলার প্রায় ৩ মাস পার হলেও এখনও কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে এ দুটি খুনের সাথে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। এমন হতাশার কথাই জানিয়েছেন দুই নিহতর পরিবার। তারা জানান, শাহজাদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নিমাই চন্দ্র শীলের ছেলে নরসুন্দর সুমন চন্দ্র শীল (৩০) ২০১৮ সালের ৪ ডিসেম্বর বিকেলের দিকে কর্মস্থল থেকে বাড়ী যাওয়ার পথে খেয়া ঘাট এলাকায় নির্জন স্থানে দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতি গ্রামের শামছুল শেখের ছেলে সুতা ও রং মিস্ত্রী এলাহী শেখ (৩০) ১৪ ডিসেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দূর্বৃত্তরা। পরদিন ভোরে শাহজাদপুর উপজেলার আইগবেড়া ও ভেন্নাগাছি গ্রামের মধ্যবর্তী এলাকায় তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ দুটি হত্যা মামলার তদন্ত করছে শাহজাদপুর থানার পুলিশ ও পিবিআই। এ দুটি হত্যার প্রায় ৩ মাস পার হতে চলেছে। অথচ পুলিশ এখনও এ দুটি খুনের মামলার কোন তথ্য উদঘাটন করতে পারেনি। এ ২ টি মামলার বাদী ডিবি পুলিশের কাছে এই মামলা ২টি হস্তান্তরের দাবীও জানিয়েছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, নরসুন্দর সুমন হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হব অল্প দিনের মধ্যেই। এদিকে এলাহী হত্যা মামলার তদন্তকারী অফিসার সিরাজগঞ্জ পিবিআই’র ইন্সপেক্টর রওশন আলী জানান, এ খুনের মামলাটির জোর তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।