সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষনের চেষ্টা, মামলা করতে বাঁধা দিচ্ছে ধর্ষকের পরিবার !
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষনের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে এলাকাবাসী মেয়ের পরিবার কে মামলা না করতে বিভিন্নভাবে চাপপ্রয়োগ ও বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। জানা যায় যে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চন্দ্রগাঁতী সরকারপাড়া গ্রামে মৃত মেঘচাঁদ সরকারের ছেলে জান মাহমুদ (৬০) প্রতিবেশী রফিকুলের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষনের চেষ্টা চালিয়েছে। এঘটনার প্রত্যাক্ষদর্শী ভুক্তভোগী স্কুল ছাত্রীর চাচি ঝুমুরি খাতুন জানান গত ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একলা পেয়ে মেয়েটিকে মুখ চেপে জঙ্গলে নিয়ে যায় এরপর ধর্ষনের চেষ্টা চালায় এসময় মেয়েটি চিৎকার চেঁচামিচির শব্দ শুনে তিনি এগিয়ে আসলে ধর্ষক জান মাহমুদ পালিয়ে যায় । ভুক্তভোগী মেয়েটির ভাই শরিফুল ইসলাম অভিযোগ করেন এঘটনার পরদিন মঙ্গলবারে সিরাজগঞ্জ নারী ও শিশু আদালতে মামলা করতে গেলে ধর্ষকের পরিবারের লোকজন মারধর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছেনা। আমরা ধর্ষকের শাস্তির দাবি করছি। এ বিষয়ে ধর্ষক জান মাহমুদের ভাতিজা হাবিবুর রহমান (খোকন) জানান আমার মেয়ের পরিবারের সাথে কথা বলেছি মিমাংসার প্রক্রিয়া চলছে। আমরা মিমাংসা করব। বড়পাঙ্গাসী ইউনিয়নের ইউপি সদস্য হারুনার রশিদ জানান ধর্ষিতা মেয়েটি ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার বিকেলে বাড়িতে এসেছে। তিনি আরো জানান ধর্ষনের চেষ্টা করার সময় লোকজন দেখে ধর্ষক জান মাহমুদ পালিয়ে যায়।