সিরাজগঞ্জে তাহমিনা কলির প্রথম কাব্যগ্রন্থ “যমুনা পাড়ের মেয়ে” বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের অন্যতম যমুনা নদীর পাড়ের মানুষের জীবন সংগ্রাম নিয়ে তাহমিনা কলির প্রথম কাব্যগ্রন্থ যমুনা পাড়ের মেয়ের প্রকাশনা উৎসব ২০২৩ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ( ১১ সেপ্টেম্বর ২০২৩) সন্ধা ৭ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের আয়োজনে তাহমিনা কলির প্রথম কাব্যগ্রন্থ যমুনা পাড়ের মেয়ের প্রকাশনা উৎসব মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র উপদেষ্টা আসাদ উদ্দিন পবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মোমবাতি উজ্জ্বলন মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট নাট্য বৃক্তিত্ব আনু ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু, প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র উপদেষ্টা এস. এম. সাইদুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ও কবি ডা. নিত্য রঞ্জন পাল, বিশিষ্ট চিকিৎসক ও কবি ডা. কে. এইচ. মুরাদ, উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক হেলাল আহমেদ, বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল বারী শেখ, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন. সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, জাতীয় রবীন্দ্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, নাবিক নাট্যগোষ্ঠীর সফল সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন শামীম, সাংস্কৃতিক সংগঠন বাঙ্গাল এর সাধারণ সম্পাদক খালেদ মোশারফ শাওন, এবং সভাপতি প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্র কবি তাহমিনা কলি, প্রকাশনা উৎসব উদযাপন কমিটির প্রতিধ্বনি আবৃতি কেন্দ্র সিরাজগঞ্জের আহ্বায়কও নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্য অভিনেতা ও নাট্য নির্দেশক কবি একে আজাদ।