সিরাজগঞ্জে তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটারের ৪১তম বছর পূর্তি উৎসব পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের শীর্ষতম নাট্য সংগঠন তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটারের ৪১ তম বছর পূর্তি উৎসব আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে মাধ্যমে পালন করা হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) রাতের প্রথমে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে, সকালে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সন্ধ্যায় স্হানীয় পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্ট মঞ্চ,টিভি অভিনেতা ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবুকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এতে সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দীন পবলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলীর সদস্য শাহাদাত হোসেন খান, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডারর গাজী শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হীরক গুণ প্রমুখ। অনুষ্ঠানটি’র সঞ্চালনায় ছিলেন,তরুণ সম্প্রদায়ের ৪১বছরপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক ফরিদুল ইসলাম সোহাগ ও তাহমিনা হোসেন কলি। অনুষ্ঠানে মনোমুগ্ধকর পরিবেশে সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়েছে।