সিরাজগঞ্জে ঢাকা পোস্ট এর ১ম বর্ষপূর্তি উদযাপন ও সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক :
“সত্যের সন্ধানে সন্ধি “এই শ্লোগান কে সামনে রেখে
সিরাজগঞ্জে ঢাকা পোস্ট অললাইন পোর্টাল এর ১ম বর্ষপূর্তি ও সমাজে মানবতার কাজে বিশেষ অবদান রাখায় ২ জনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দৈনিক কলম সৈনিক কার্যালয়ে মিডিয়া হলরুমে ঢাকা পোস্ট এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ এর আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তণ ও বিশেষ সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পুলিশ
সুপার রেজাউল করিম।
সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ও দৈনিক কলম সৈনিক বার্তা সম্পাদক ও আরটিভি সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুর আলম সিদ্দিকী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান,(ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট কর্মকর্তা মির্জা সিফাত ই খোদা, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক শরিফ আহমেদ ইন্না,
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এসএম আহসান হাবীব মুন্না, সাংবাদিক মোঃ রফিউল আলম, ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি এসএম আল-আমিন হোসেন, দৈনিক কলম সৈনিকের সহকারী বার্তা সম্পাদক রানা আহমেদ, স্টাফ রিপোর্টার মোঃ মহির উদ্দীন, দৈনিক আমাদের কণ্ঠের সাংবাদিক রেজাউল করিম, দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সুমন, দৈনিক ইওেফাকের বিজ্ঞাপন প্রতিনিধি সুজন সরকার, রাইজিং বিডি জেলা প্রতিনিধি আদিত্য রাসেল, দৈনিক অগ্রসর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, ডেইলী বাংলাদেশ জেলা প্রতিনিধি পারভীন আকতার, দৈনিক যমুনা প্রবাহের স্টাফ রিপোর্টার মোঃ হোসেন আলী (ছোট্ট), দৈনিক দৃষ্টি প্রতিদিনের সহ সহকারী সম্পাদক দ্বীন মোহাম্মদ সাব্বির,দৈনিক দৃষ্টি প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ছাম্মি আহমেদ আজমীর প্রমূখ।
উল্লেখ্য ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজে মানবতার কাজে বিশেষ অবদান রাখায় মামুন বিশ্বাস এবং সুখ পাখি প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ রজব আলীকে সন্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।