সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কলেজ ছাত্র মেহেদী হাসানের মৃত্যু ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ 

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম তালুকদার  (১৭) নামের এক  কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।  শনিবার ( ১৭ আগস্ট-২০১৯)  রাতত ৮ টার দিকে সিরাজগঞ্জ
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয়েছে । 
সে  কামারখন্দ  হালুয়াকান্দি গ্রামের মোঃ আমিনুল ইসলাম মন্নু তালুকদারের ছেলে । মৃৃত মেহেদী হাসান মীম তালুকদার হাজী কোরপ আলী ডিগ্রী কলেজে’র  একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, গত ১৪ আগস্ট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। 

পরিবারের অভিযোগ কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলার কারণেই মারা গেছে মেহেদী হাসান মীম ।