সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (১৭-এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এসআই  খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই আরিফুর ইসলাম,এসআই মোশারফ হোসেন,এএসআই শাহিদ আখতার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ সদর থানাধীন বনবাড়িয়া  গ্রাম হতে ২১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মাহমুদুল হক (৬০), পিতা-মৃত কআব্দুল হামিদ, সাং- নওপাড়া, ২। মােঃ আবু সুফিয়ান (৩৬),  পিতা- মোঃ আব্দুল মান্নান, সাং- মধ্য বাসুদেবপুর, উভয় থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।