সিরাজগঞ্জে ডাক্তাররা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনী প্রচারণা করলেন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর -কামারখন্দ-২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি’র আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা মঙ্গলবার সকালে শহরের মতিসাহেবের ঘাট হতে শুরু করেনন সিরাজগঞ্জের ডাক্তাররা তাদের সঙ্গে ছিলেন নার্স, মিডওয়াইফগন,মেডিকেল ছাত্র, ছাত্রী,মেডিকেল এসিস্টেন্ট স্কুলের শিক্ষার্থীরা।অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার প্রথম নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে অংশ নিতে ঢাকা,গাজীপুর, ময়মনসিংহ থেকেও আড়াই শতাধিক নবীন ও প্রবীণ চিকিৎসক সিরাজগঞ্জ আগমন করেন।
চিকিৎসক, নার্স,মেডিকেল শিক্ষার্থীরা মতি সাহেবের ঘাটে সমবেত হয়ে তিনভাগে ভাগ হয়ে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদর্শন করেন। এ সময় তারা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার পক্ষে লিফলেট বিতরন করেন,ভোট প্রার্থনা করেন,শ্লোগান দেন মিছিলগুলি মুক্তির সোপানে এসে শেষ হয়। এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এবং বিএম এর সসভাপতি ডাঃ জহুরুলহক রাজা, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক নজরুল ইসলাম হাসেম, অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জ শহরের সিনিয়র ডাক্তারদের উপস্থিতিতে ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ নার্সিং ইন্সটিটিউট, সরকারি ও বেসরকারি ম্যাটস্ এর ডাক্তার ও শিক্ষার্থীদের বিশাল প্রচারণা মিছিলের সঙ্গে সিরাজগঞ্জের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যক নেতা কর্মীরা, মুক্তিযোদ্ধাগন যোগদান করে মিছিলগুলিকে বিশালতর ও বর্নাঢ্য করে তোলেন।
আজকের প্রথম প্রচারণা মিছিল সিরাজগঞ্জ শহরে আলোড়ন সৃষ্টি করে। মিছিলে রাজনীতির বাইরের বিপুল সংখ্যক প্রবীন,জনপ্রিয় চিকিৎসকগনের উপস্থিতি ও প্রচারণা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার নির্বাচনে বিজয়ে ব্যাপক ইতিবাচক অবদান রাখবে বলে শহরের মানুষজন মত প্রকাশ করেছেন বলে জানা গেছে।