সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
আব্দুল আজিজ নামের এক মোটরসাইকেল চালকের নির্মমভাবে মৃত্যুবরন করেছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ (৩৫) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের ইউসুফ আলীর ছেলে।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, ঝাঐল থেকে মোটরসাইকেল চালিয়ে এসে কড্ডার মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার পরে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।