সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলর নারীযাত্রী নিহত !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ী চেকপোস্ট এলাকায় মনিকা আক্তার মৌ (২০) নামের এক গৃহবধূ মোটর সাইকেলযাত্রী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।
মঙ্গলবার (১৮ মে) বেলা আনুমানিক ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু থানার এস,আই মোঃ মজিদ জানান, সকালে রাজশাহী জেলার চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের নিহতের স্বামী মোঃ আশিকুর রহমান (২৮) সাথে মোটরসাইকেল চালক স্বামীর সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মুলিবাড়ী নামক এলাকায় আসলে মূলিবাড়ী সড়ক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে অপর মোটরসাইকেলের ধাক্কা লেগে মনিকা আক্তার মৌ মোটরসাইকেল হতে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে মনিকা আক্তার মৌ ঘটনা স্থলে নিহত হন।
এ ঘটনায় লাশটি রাস্তার পাশে রাখা হয় এবং মোটরসাইকেল দু’টি আটক করে রাখে হয়। তবে ঘাতক ট্রাকটি সনাক্ত ও আটক করা যায়নি। লাশটি পরিবারের নিকট হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্ততি চলছে