সিরাজগঞ্জে ঝড়ো হাওয়ায় ও বজ্রপাতে কলেজ ছাত্রসহ কেড়ে নিল ২ প্রান
স্টাফ রিপোটার ঃ বুধবার দুপুুর হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জে ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় জেলার বিভিন্ন স্থানে এই ঝড়ে প্রায় ৩ শতাধিক কাচা
ঘরবাড়ী, গাছপালা ও বিদ্যুতের খুটি ভেঙে পড়েছে।
জেলা ও উপজেলা শহরসহ বিভিন্নস্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বজ্রপাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের নাঈম হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র ও একই উপজেলার সয়দাবাদে ঝড়ে গাছের ডাল ভেঙে
সুফিয়া খাতুন (৫২) নামের এক নারী নিহত হয়েছেন।
ঝড়ে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সদর উপজেলাসহ কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের
বিভিন্ন গ্রামে।
অপর দিকে, সদর উপজেলার বজ্রপাতে
নিহত নাঈম রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় বাগবাটি ডিগ্রী কলেজের প্রথমবর্ষের ছাত্র ও নিহত সুফিয়া খাতুন সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
নিহত নাঈমের মামাতো ভাই রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামের একটি ধান ক্ষেত পরিচর্যা করছিলেন নাঈমসহ তিনজন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে নাঈম নিহত হয়। এতে গুরুতর আহত হয় তার তিন সহযোগী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াই শয্যা বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানায়, বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকায় বেশ কয়েকজন নারী প্রতিদিনই শুকনো পাতা কুড়াতে যান। বুধবার সকাল থেকেই তারা সেখানে পাতা কুড়াচ্ছিলেন। দুপুরের প্রচন্ড ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এসময় একটি গাছের ডাল ভেঙে সুফিয়ার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ যাওয়ার আগেই
নিহতের স্বজনরা ওই নারীর মরদেহ নিয়ে গেছে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, ক্ষতিগ্রস্ত সয়দাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।