সিরাজগঞ্জে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজে চলছে ভারী যানবাহন, দুর্ঘটনার আশংকা
মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদর, বেলকুচি,রায়গঞ্জ, এনায়েতপুরসহ বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন সড়কে ভাঙ্গা,নড়বড়ে বেইলি ব্রীজ দিয়ে চলাচল করছে ছোট বড় ভারী যানবাহন। ছোট যানবাহনের ক্ষেত্রে খুব বেশী সমস্যা মনে না হলেও ভারী যানবাহন চলছে ঝুঁকিতে। পুরনো এসব ব্রীজ যেন মরণফাঁদ।
ভারী যানবাহন চলাচলে যেকোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে ব্রীজ। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনাসহ প্রাণহানি। স্থানীয় বাসিন্দারা চান কোন ধরনের দুর্ঘটনার পূর্বেই নেওয়া হোক ব্যবস্থা।
এসব বিপজ্জনক বেইলি সেতু জরুরি ভিত্তিতে সরিয়ে করে সেখান পাকা সেতু তৈরি করা প্রয়োজন। তবে এখনও এই পরিকল্পনা অনিশ্চিত। কবে নাগাদ বেইলি সেতু সরিয়ে পাকা সেতু তৈরি হবে, তা অনিশ্চিত। স্থানীয়রা আরও আশঙ্কা প্রকাশ করছেন, যে নড়বড়ে সেতুগুলো যেকোনো সময় ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
সিরাজগঞ্জ সদর, বেলকুচি, রায়গঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এমন ১৩টি বেইলি সেতু রয়েছে। সব বেইলি ব্রিজই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্ষতিগ্রস্ত হওয়ায় জোড়াতালি দিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে।
জানা যায়, স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর চলাচলে বাধা দেওয়ার উদ্দেশ্যে জেলার অধিকাংশ সড়কের সেতু ধ্বংস হয়ে গেছে। পরবর্তী সময়ে বিধ্বস্ত সেতুগুলো সরিয়ে অস্থায়ী ভিত্তিতে বেইলি ব্রিজ তৈরি করা হয়। এরপর কেটে গেছে দীর্ঘ ৫০ বছর। এই সময়ে বেইলি ব্রিজগুলো নড়বড়ে হয়ে পড়ে। যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বেইলি ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামত করে যানচলাচল সচল করা হলেও বেইলি ব্রিজগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সিরাজগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, ‘সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এখনো ১৩টি বেইলি ব্রিজ আছে। বিচ্ছিন্নভাবে কোনো একটি বেইলি ব্রিজ সরিয়ে পাকা সেতু তৈরির সুযোগ নেই। তবে, সংশ্লিষ্ট সড়কের সম্প্রসারণ কাজ শুরু হলে বেইলি ব্রিজ থাকলে সেগুলো তুলে নিয়ে সেখানে পাকা সেতু তৈরি করা হবে।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে ৫টি বেইলি ব্রিজ রয়েছে। এই সড়কের সম্প্রসারণ কাজ এক বছরের মধ্যেই শুরু হবে। এ সময় এই সড়কের সব বেইলি ব্রিজ সরিয়ে সেখানে পাকা সেতু তৈরি করা হবে।