সিরাজগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি হাবিবে মিল্লাত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের যমুনা নদীতে ঝাটকা ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
২০২১-২২ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য –
বুধবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সন্মুখ হতে – বকনা বাছুর গরু বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আঃলীগ নেতা মোস্তাক আহমেদ, এস এম মজনুর রহমান, আব্দুর রাজ্জাক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন,ক্ষেত্রসহকারি মোঃ গোলাম রাব্বি সহ উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন । বকনা বাছুর গরু প্রাপ্তদের মধ্যে- সদর উপজেলার পৌরএলাকার জেলে নিরঞ্জন হাওলাদার(৬৫), কালিয়া হরিপুর পাইকপাড়ার জেলে মসলিম মন্ডল, ঘোনাপাড়ার শাহদুল ইসলাম(৫০)সয়দাবাদের জেলে, আবু তাহের(৬৮) ওয়াসিম আলী সেখ(৪০), ফুলবাড়ী চরের জেলে সাইফুল ইসলাম, কাওয়াকোলা ইউনিয়নের বর্ণির জেলে আলমাহমুদ (৭০), জেলে বিশা সেখ, ছোনগাছা ইউনিয়নের জেলে গোলাম রব্বানী (৬৫), রতনকান্দি ইউনিয়নের চিলগাছার জেলে প্রভাত চন্দ্র দাস (৫০) সহ অন্যরা বকনা বাছুর পেয়ে খুশি মনে বাড়ী ফিরছেন।