সিরাজগঞ্জে জেলা যুবদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে , যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে – নানা কর্মসূচী’র মধ্যে ছিলো -ভোরে ইবি রোডস্হ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া – মোনাজাত, র্যালী প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭অক্টোবর) সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্হ ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি বেগম রুমানা মাহমুদ
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা বিএনপি’র সহ- সভাপতি মজিবুর রহমান লেবু, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির উপদেষ্টা শফিউল আলম ডলার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, বিশিষ্ট সাংবাদিক হারুন -অর -রশিদ খান হাসান, নূরকায়েম সবুজ, মুন্সী জাহেদ আলম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান,আলমগীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজগঞ্জ প্রমুখ৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ৷ সঞ্চালক ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম।
এ সময় জেলা বিএনপি ও তাঁর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সকল উপজেলার যুবদলের ও অন্যান্য উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সিরাজগঞ্জ শহরের ইবি রোড, ফজলুল হক রোড, কালিবাড়ী রোড, আমলাপাড়া সড়ক, ধানবান্ধী রোড, ইসলামিয়া কলেজ রোড হতে খন্ড খন্ড মিছিল নিয়ে ভাসানী মিলনায়তনের সবুজচত্বর ও ইবি রোডে হাজার হাজার নেতাকর্মীদের উপস্হিতি দেখা যায় ।
অনুষ্ঠানে, প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন, আপোষহীন দেশ নেত্রী, সাবেক তিন বারের প্রধান মন্ত্রী বয়োবৃদ্ধ অসুস্থ বেগম খালেদা জিয়াকে এই শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে আদালতকে প্রভাব খাটিয়ে তাকে কারারুদ্ধ করে রেখেছে । আন্দোলনের মাধ্যেমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানান।
এদিকে,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, -আজ (রোববার) বেলা ১২টার দিকে ইবি রোডস্হ ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে যখন জেলা যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী’র অনুষ্ঠান চলছিলো ঠিক সেই সময় ইবি রোডের পাশে কালুর চায়ের দোকানে শাহজাদপুর থেকে আসা যুবদল কর্মী মুকুল ও সাগর নামক এই ২ জন চায়ের দোকানে, পানি ও চা পান করছিলো ঠিক সেই সময় কতিপয় আওয়ামী যুব ও ছাত্রলীগের সন্ত্রাসীদের একটি বাহিনী পিছন থেকে তাদের ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ আসলে পরিস্হিতি স্বাভাবিক হয়। আহত ২ জনকে শহরের ধানবান্ধি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।