সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক  :

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহনের মধ্যদিয়ে ভোর ৬,৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন ও শহীদ জিয়াউর রহমান এর প্রতিকৃতিত্বে মাল্যদান সন্ধায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় ই.বি রোডস্থ দলীয় বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক ভিপি শামীম খান এর পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিএনপির সহ -সভাপতি খ. ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ -সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান,আলমগীর হোসেন আলম, উপ -দপ্তর এনামুল হক, সম্পাদক জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের সভাপতি মীর্জা বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জাম মুরাদ,জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ -সভাপতি মোঃ আব্দুল আলিম, সহ -সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, শহর ছাত্র দলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন,সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তৃতারা বলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আর্দশ কে লালন করে আমরা বিএনপি করি। তিনি বাংলাদেশের বিএনপির দলকে শক্তিশালি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব মওলানা মো : নূর নবী