সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের -শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ আয়োজনে- এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার খাদ্য প্রকৌশল সুরাইয়া আকতার মৌসুমি, সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, ডিএসবি’র ইন্সপেক্টর সুকোমল দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি হেলাল, সহকারি সিভিলসার্জনের সিএস ডাঃ মোঃ ইউসুফ আলী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পরিচালক সাংবাদিক হীরকগুণ,

ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যা আয়শা নাসরিন এ্যামেলী, সিরাজগঞ্জ কৃষিঅফিসের প্রকৌশল ডি,এই ফাতেমা আক্তার, মান নিয়ন্ত্রণ এর বিদ্যুৎ কুমার পাল, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ক্যাব সিরাজগঞ্জের সভাপতি শেখ মাহফুজুল মোমেন শামীম, বনলতা কফি সপের প্রোপ্রাইটর আশরাফুজামান, সম্পা সুইট এন্ড বেকারী -শ্রী প্রদীপ কুমার ঘোষ প্রমূখ।

এসময় জেলা প্রশাসকের এনডিসি মুরাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে সকালে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অনু্ষ্ঠানে বক্তাগন বলেন, বাংলাদেশকে সোনার বাংলায় গড়তে হলে এবং উন্নত দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে হলে টেকসই করতে হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সুনিশ্চিত করতে হবে। পণ্য ও সেবার মান ভালো করতে হবে। পণ্য ভেজালমুক্ত করতে দেশের সকল জেলা ও উপজেলায় প্রশাসনের অভিযান অব্যাহত রাখতে হবে। ব্যাপক প্রচার কার্য চালাতে হবে। ভোক্তা অধিকার নিশ্চিত করনে সবাইকে এগিয়ে এসে কাজ করতে হবে।