সিরাজগঞ্জে জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়েনর সাধারন সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শুক্রবার( ৩ মে-২০১৯) দিনব্যাপী সাধারণ সভায় অত্র সংগঠনের সভাপতি মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ও আয়-ব্যয়ের হিসাব উপস্হাপন করেন, সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারন সম্পাদক গোলাম রব্বানী ডাবলু, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন উপদেষ্টা, গাজী এ,কে এম ফজলুল মতিন মুক্তা, সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সাধারন সম্পাদক নূরুল ইসলাম মুন্সী, সোরহাব আলী প্রমুখ। সাধারণ সভায় সংগঠনের আয় হয় ২ কোটি ৭ লাখ ৮৯৩ টাকা ও ব্যয় হয় ১ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার ৮৬৩ টাকা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব। এ সময় অডিটোরিয়ামে নেতৃবৃন্দ ও হাজার হাজার শ্রমিক উপস্হিত ছিলেন।