সিরাজগঞ্জে জেলা আ.লীগের সম্মেলন,হাসান সভাপতি ও সাধারণ সম্পাদক সামাদ তালুকদার
মাসুদ রেজা, সিরাজগঞ্জে জেলা প্রতবনিধিঃ
সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দীর্ঘ ৭ বছর পর আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মাধ্যমে জেলার নেতৃত্বে তথা সভাপতি-সাধারণ সম্পাদক পদে কারা আসছেন তা ছিল দিনভর নানা জল্পনা কল্পনা। এ আলোচনা নিয়েই সরব ছিলেন নেতা কর্মীরা।
সম্মেলনের সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হয়ে ছিলেন। এরা হলেন- সভাপতি পদ প্রার্থী বর্তমান জেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কেএম হোসেন আলী হাসান, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রহমান পিপি।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে ছিলেন- বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব মো: সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ। ভার্চুয়াল ভাবে সম্মেলনে যুক্ত হয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।
আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এমপি, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ এমপি, সিরাজগঞ্জ-৪ (চৌহালী-বেলকুচি) আসনের সংসদ সদস্য মোমিন মণ্ডল এমপি, সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম এমপি। সম্মেলন উদ্ভোধন করেন ও নতুন কমিটি ঘোষণা করেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান।