সিরাজগঞ্জে জেলাপুলিশের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ।
সিরাজগঞ্জের জেলা পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর’১৮)দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিনগন ও ওলামা মাশায়েকগন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বজলুল করিম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মুক্তিযোদ্ধা সংগঠক গাজী শফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির জেলা সমন্বয়ক আইনজীবী বিমল কুমার দাস, রেলওয়ে কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ ড: আব্দুল মোমিন সিরাজী, তাড়াশ মার্কাস মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমার, সিরাজগঞ্জ পৌরসভা মসজিদের ইমাম আবুবক্কার সিদ্দিক, সলঙ্গা থানার ওসি তাজুল হুদা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম প্রমূখ।
সমাবেশে বক্তারা দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ রোধে বিভিন্ন সচেতনামূলক বক্তব্য তুলে ধরেন। সেইসাথে মাদকের কুফল সম্পর্কে তুলে ধরার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান।