সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার সময় দু’জনকে আটক করেছে পুলিশ।
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
রোববার (১০ মার্চ) সকাল ৮টায় ভোট শুরুর পর বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের সালেহা ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-পৌরসভার ধানবান্ধি মহল্লার ছানোয়ার হোসেন ছানার ছেলে সাকিব (১৬) ও তার সহযোগী একই এলাকার নাঈম (১৮)। ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবু সামা এই প্রতিনিধি কে জানান, চান্দু মিয়া নামে এক বৃদ্ধের ভোট দিতে নাঈমকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রে এসেছিল সাকিব নামে এক কিশোর। এ সময় মূল ভোটার চান্দুর ছবির সঙ্গে সাকিবের চেহারার মিল না পাওয়ায় তাকে ও সহযোগীকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।