সিরাজগঞ্জে জাল টাকা,গাঁজা, ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জে পৃথক অভিযানে চালিয়ে জাল টাকা,গাঁজা,ফেন্সিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সোমবার গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব অভিযান পরিচালনা করে।মঙ্গলবার বেলা ১২টার দিকে এই সব তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওহেদুজ্জামান। আটকরা হলেন, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার চর দূর্গাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩০), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৮), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টাকামতি গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল হালিম (২৫) ও সিরাজগঞ্জের উলাপাড়া উপজেলার রাজমান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাকোয়াত হোসেন (২৭)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, সোমবার গভীর রাতে সেতুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তলাশি অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তলাশি চালিয়ে ৩শ কেজি গাঁজা উদ্ধার করা এবং চালক আব্দুর রহিমকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। অপরদিকে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওহেদুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ বোতল ফেন্সিডিল ও একটি ট্রাকসহ চালক রবিউল ও হেলপার হালিমকে আটক করা হয়। এছাড়াও একই দিন সন্ধ্যায় শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্ট এর সামনে থেকে ২লাখ জাল টাকাসহ সাকোয়াতকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।