সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালী,আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক স্বপন কুমার কর্মকার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় “ জেগেছে যুব গড়বে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফোরকান শিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আকলিমা খাতুন।

এসময় যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর মোঃ ইকবাল হোসেন,সিরাজগঞ্জ ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রেনেসাঁ আলম, অঙ্কুর এর নির্বাহী পরিচালক নিয়াজি সুলতানা, মল্লিকা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌসী সুমী, পিয়াসা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়লা সাইদসহ অন্যারা উপস্থিত ছিলেন।