সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুলের ১২২তম জন্মজয়ন্তীতে সুরে ও ছন্দে কবিকে স্মরণ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী- বরষা এলো ঐ বরষা” অঞ্জলী লহ মোর সঙ্গীতে- দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী” ইত্যাদি অনেক মোহনীয় গানের সুরের মূর্ছনায় এবং কবিতার ছন্দে ছন্দে সিরাজগঞ্জে স্মরণ করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।
“আমরা সবাই পাপী; আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি”-কবির এ অমোঘ বানীকে সামনে রেখে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মজয়ন্তীতে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়েছে ।
মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন, জেলা নজরুল একাডেমীর সভাপতি হেলাল আহমেদ
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা নজরুল একাডেমীর উপদেষ্টা আজিজুর রহমান রাঙা জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, নজরুল একাডেমী’র যুগ্ন-সম্পাদক রায়হান কবীর মিঠু প্রমুখ ।
ভার্চুয়াল পদ্ধতিতে এ সঙ্গীতায়োজনে, মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন, হানিফ মোহাম্মদ, নুরুল হুদা, ইমরান মুরাদ, শুভ্র, জুবায়ের জিকো, মেহজাবিন খান সিজা, শান্তা সুমি ও শিশুশিল্পী অর্থ। কবিতা আবৃত্তি করেন, ETV’ র নিয়মিত সংবাদ পাঠক -মোঃ ওয়াহিদুজ্জামান, নজরুল একাডেমীর সদস্য কবি নজরুল ইসলাম ও নজরুল একাডেমী শিশু শিল্পীদের নৃত্য করেন, জাফিয়া ঐশী, অথৈ সহ অনেকে। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করেন – আমাদের সিরাজগঞ্জ ফেসবুক। সাংবাদিক আশরাফুল ইসলাম জয়।