সিরাজগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ ”
সময়ের অঙ্গীকার কন্যা শিশু অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গুডনেইবারস বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র্যালি প্রদর্শন করে শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহিলা বিষয়ক মন্ত্রণালয় সব সময়ই খোজখবর নেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশু বান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের শিশুরা সু-শিক্ষা অর্জন করবে, সাহিত্যে, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করে সোনার সন্তানেরা সুন্দর দেশ গড়বে, আলো ছড়িয়ে দিবে দেশ-বিদেশে। কন্যাশিশুদের অধিকার সুরক্ষা এবং উন্নয়ন বিকাশের জন্য সবাইকে উদ্যোগী ও সচেতন হতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গণপতি রায়, সিরাজগঞ্জ -পাবনা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, বাংলাদেশ শিশু একাডেমি, সিরাজগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জের সভাপতি অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ এবং গুডবারস বাংলাদেশ সিরাজগঞ্জে কর্মকর্তাগণ প্রমুখ । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট রাশেদ হোসাইন। অপরদিকে, বাংলাদেশ শিশু একাডেমি সিরাজগঞ্জ জেলা আয়োজনে জাতীয় কন্যা দিবস পালনে জেলা শিশু একাডেমিতে সকাল ১০ টায় কন্যাশিশুর অধিকার বিষয়ে রচনা প্রতিযোগিতায় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।