সিরাজগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক :
– ” সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি ” এবারের পতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় ওআন্তর্জাতিক ক্রীড়া দিবস২০২২ উপলক্ষে বনার্ঢ্য শোভাযাএা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ এপ্রিল সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ে কালেক্টর চত্বরে বন্যর্ঢ্য শোভাযাত্রা শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ড. ফারুক আহাম্মদ। বনার্ঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একে সামছুদ্দিন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, বেসরকারি টিভি চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি ও উদীচী শিল্পী গোষ্ঠী সাধারণ সম্পাদক হীরুকগুণ, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা
ক্রীড়া সংস্থা অফিস সহকারী মোঃ রেজাউল করিম, প্রমূখ,।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন – বাংলাদেশ সরকার খেলাধুলার প্রতি যত্ন সহ ভালো মানের খেলোয়াড় তৈরীর লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে খুব গুরুত্ব দিচ্ছে। খেলাধুলা করলে শরীর চর্চা ও মন ভাল থাকে। যুব সমাজ কে মাদক ও সাইবার অপরাধের থেকে দুরে রাখতে পড়াশোনা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা কোনো বিকল্প নেই। সুস্থ জীবন সুস্থমন, মাদক কে না বলুন আমরা সকলে মিলে মাদক মুক্ত সমাজ গড়ি এবং আমাদের সকলের উচিৎ যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া দিকে লক্ষ রাখতে হবে কারণ খেলাধুলা পারে এ সমাজকে সঠিক ভাবে পরিচালিত করতে আমাদেরকে এ ব্যাপারে সজাগ রাখতে হতে। আজকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস এই উপলক্ষে আমরা শপথ নিবো সকলে মিলে সোনার বাংলা গড়বো। এই দিবসটি সফল হোক।