সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা সিরাজগঞ্জ সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০জুন) সকালে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম বলেন, আগামী ২২ জুন ২০১৯ ইং সিরাজগঞ্জে ২২০৩ টি কেন্দ্রের মাধ্যমে ৬ হতে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙ্গের ভিটামিন ’এ’ ক্যাপসুল ও ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ’এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিরাজগঞ্জ জেলায় ৮৩টি ইউনিয়নে ৪৬৭৬৯৮ শিশুকে ভিটামিন ’এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান । এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন উক্ত কর্মশালায় আরো বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মমিন উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ ও হারুন-অর- রশিদ প্রমূখ। এ সময় সিরাজগঞ্জের ইলেক্ট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।