সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস পালিত,উৎপাদিত পণ্যের প্রর্দশন মেলা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“সোনালী আঁশের সোনার দেশ জাতীর পিতা বঙ্গবন্ধুর বাংলাদেশ ” শ্লোগান কে ধারন করে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলাতে ও জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার (৬ মার্চ-২০১৯) সকালে জাতীয় পাট দিবস পালন উপলক্ষে বর্নাঢ্য এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলাপ্রশাসকের শহীদ শামসুউদ্দীন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। সভার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোফাজ্জল হোসেন, জাতীয় জুট মিলস এর উপ-মহা ব্যবস্হাপক প্রকল্প প্রধান আমিনুল ইসলাম, সাবেক ডিজি এম কে,এম বাদশা আলমগীর, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পরিচালক ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য, জেলাপ্রাণী সম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূঁইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, জেলা পাট অধিদপ্তরের উন্নয়ন কর্মকর্তা
জিয়াউর রহমান খান, জেলা পাট চাষী সমিতির সভাপতি ফেরদৌস হাসান সরকার, কৃষক আব্দুর রশিদ।
জাতীয় পাট দিবস পালনে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেন, পাট পরিবেশ বান্ধব ফসল হিসেবে বিশ্বব্যাপি সোনালী আঁশের সুখ্যাতি রয়েছে।পাটের অতীত ঐতিহ্যকে ফিরে আনার জন্য সময় মত উন্নত জাতের উন্নত জাতের পাট ও পাটবীজ চাষ করে পাটের উৎপাদন বৃদ্ধি করে স্বয়ম্ভরতা অর্জন করতে হবে।এজন্য প্রয়োজনীয় কৃষকদের মাঠ পর্যায়ের প্রশিক্ষন ও কর্মশালার গ্রহন করতে হবে। পাটজাতদ্রব্য পণ্যর ব্যবহারে ও রপ্তানীমুখী করতে কৃষক ও পাট শ্রমিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান। এজন্য তিনি সার্বিক পাটজাত দ্রব্য পণ্য সামগ্রী অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি ও বিদেশের রপ্তানীর ক্ষেত্রে উৎপাদিত পন্যর গুনগতমান বৃদ্ধি করে জনসাধারনের ক্রয়ের মূল্য নির্ধারন করে পাটজাত দ্রব্যের ব্যবহারে বৃদ্ধির লক্ষে জনসচেতনতাবৃদ্ধি করতে হবে। এজন্য তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জাতীয় পাট দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এক পাটজাত উৎপাদিত পণ্যের প্রর্দশন মেলা করা হয়েছে।