সিরাজগঞ্জে জনস্বাস্হ্য প্রকৌশলী অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
জনস্বাস্হ্য প্রকৌশলী অধিদপ্তর সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলীর অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা শুক্রবার( ৮ মার্চ -২০১৯) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ কবির হোসেন এন্ড মোঃ ইসহাক আলী (জেভি) এর আয়োজনে, সিরাজগঞ্জ জনস্বাস্হ্য প্রকৌশলী কার্যালয়ে নির্বাহী প্রকোশলী মোঃ তবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বাংলাদেশ সরকারের জনস্বাস্হ্য প্রকৌশলীর প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান,রাজশাহী সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুজার মোঃ মাসউদার রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান, আলহাজ্ব গাজী ইসহাক আলী প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষনতায় দেশ এগিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জবাসির প্রতি আন্তরিকতা আছে বলেই প্রধানমন্ত্রী সিরাজগঞ্জের উন্নয়নে হাজার হাজার কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছে। তিনি বলেন,কোন একটি জাতি বা গোষ্টীর কল্যানে নয় আওয়ামীলীগ সরকার সকল সম্প্রদায়ের কল্যানে কাজ করে যাচ্ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তরুণ ভোটারদের তাদের পছন্দনীয় ব্যক্তিকে ভোট প্রদান ও সকলকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার আহ্বান জানান।