সিরাজগঞ্জে চরশৈলাবাড়ি গণহত্যা দিবস পালিত ।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার চরশৈলাবাড়ি একাত্তরের গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পদযাত্রা, শহীদদের অস্থায়ী নামফলকের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদা প্রদান, ভূমিহীন শহীদ পরিবারকে পূণর্বাসন, গণহত্যাস্থলে শহীদদের নামফলক নির্মাণের দাবীতে মানববন্ধন, আলোচনা ও স্মরণ সভা ও গণহত্যাস্থলে মমবাতি প্রজ্জলন। চরশৈলাবাড়ি গণহত্যা অনুসন্ধান কমিটি শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। সকাল থেকে চরশৈলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ পদযাত্রা করে এবং চরশৈলাবাড়ি বাজারের অস্থায়ী শহীদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
এ মানববন্ধনে চরশৈলাবাড়ি গণহত্যা অনুসন্ধান কমিটির আহব্বায়ক আব্দুস সাত্তার সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা গণহত্যা অনুসন্ধান কমিটির আহব্বায়ক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সাইফুল ইসলাম, জাসদ নেতা আব্দুল হাই তালুকদার, বাসদ নেতা নব কুমার কর্মকার, জগলুল চৌধুরী প্রমুখ।