সিরাজগঞ্জে গ্রাম-আদালতের কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
” অল্প সময়ে, স্বল্পখরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে”- এ শ্লোগান নিয়ে , সিরাজগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা -২০২৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯জুন) দিনব্যাপি সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ( ২য় পর্যায়) প্রকল্পের স্হানীয় সরকার বিভাগ -পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী’র সহযোগিতায় ওই করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুগ্ন-সচিব (পদোন্নতিপ্রাপ্ত) জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। এতে সভাপতিত্ব করেন, স্হানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের লিগ্যাল এইডের প্রধান ও জেলা সিনিয়র -সহকারি জজ নাদিরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখার উদ্দীন শামীম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তোফাজ্জল হোসেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুুর রহমান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমন তালুকদার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুুর রহমান সিরাজী প্রমুুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সিরাজগঞ্জ জেলা গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প সিরাজগঞ্জ ডিষ্টিক ফ্যাসিলিটিটর (ডিএফ), ভিডিও প্রদর্শন করেন, ইউ এস ডিও সিরাজগঞ্জের ডিষ্টিক কো-অডিনেটর মনিরুজ্জামান সোহেল। অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার (সিরাজগঞ্জ সদর,কাজিপুর, রায়গঞ্জ, বেলকুচি ও তাড়াশ) ৪৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনেকেই উপস্হিত ছিলেন।