সিরাজগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ নাজমুল হোসেন
৩০সেপ্টেম্বর সোমবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়াকোল ইউনিয়নের শিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী সরকার নিজ উদ্যাগে দিন দিন হারিয়ে যাওয়া খেলাটি মানুষের মাঝে আবারও ফিরে আনতে এই খেলায় আয়োজন করেন তিনি।বলেন আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের পাতা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রামীণ খেলা। ঘরে ঘরে ভিডিও গেমের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সব ধরনের খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলায় দিন কাটিয়েছেন আজকের বয়োবৃদ্ধরা, তারাও এখন ভুলতে বসেছেন সেসব খেলার নাম। এদেশের জনপ্রিয় খেলাধুলার মধ্যে ছিল কানামাছি, দাঁড়িয়াবান্ধা, তাস, লুডু, ফুটবল, কাবাডি বা হা-ডু-ডু, লাটিম ইত্যাদি।
এই খেলাগুলোর মধ্যে বর্তমানে ফুটবল খেলার কিছুটা প্রচলন থাকলেও অন্য সব খেলা হারিয়ে যেতে বসেছে। অতীতে গ্রামবাংলায় যেসব খেলার সবচেয়ে বেশি প্রচলন ছিল তা হচ্ছে হা-ডু-ডু। কিন্তু কালক্রমে এই খেলার কদর হারিয়ে যেতে বসেছে। কিছুদিন আগেও আন্তঃস্কুল বা থানা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ত। বর্তমানে সেটাও চোখে পড়ে না। অনেকে হা-ডু-ডু খেলার নিয়ম পর্যন্ত জানে না। একসময় একদমে উচ্চারিত শব্দে হা-ডু-ডু খেলার চল গ্রামবাংলায় খুব বেশিমাত্রায় হতো। উৎসব করে আয়োজন করা হতো খেলার। আন্তর্জাতিকভাবেও পেয়েছে স্বীকৃতি এ খেলা। কিন্তু সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই হা-ডু-ডু। এখনকার ছেলেমেয়েদের কাছে হা-ডু-ডু পাঠ্যপুস্তকে শেখা কেবল একটি নাম। এ যুগের ছেলেমেয়েরা তাদের দেশীয় সংস্কৃতির চাইতে বিদেশি বিষয় নিয়েই মাতামাতি করে বেশি। তার শিকার হয়েছে এই খেলাও।এসময় উপস্থিত ছিলেন,মোঃ শহিদুল ইসলাম, রোকন আহমেদ,রফিকুল ইসলাম, মজনু আহমেদ,মোকলেছুর রহমান, আরিফুল ইসলাম, ইউসুফ আলী ,সিয়াম সরকার প্রমূখ। খেলা দেখতে বিভিন্ন এলাকার শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর মাঠে ভিড় করে । খেলায় অংশ গ্রহণ করেন শিয়াকোল একাদশ বনাম শিলন্দা একাদশ। তাদের খেলা দেখতে সন্ধ্যা পর্যন্ত শিলন্দা সরকারি বিদ্যালয়ের মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ।