সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গৃহহীনদের টেউটিন,রুগী, নদীভাংগন ও নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদান বিতরন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে, সদর উপজেলার অসহায় গৃহহীনদের মাঝে ঢেউ টিন জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ক্যান্সার,কিডনী, লিভার, সিরোসিস সহঅন্যান্য
রোগীদের ঐচ্ছিক তহবিলের চেক,নদীভাংগন ও নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদান মংগলবার (২ অক্টোবর’১৮) সকালে সদর উপজেলার হলরুমে সিরাজগঞ্জ বিতরণ করা হয়েছে।

এছাড়া ও সদর উপজেলা পরিষদের বাউন্ডারী ওয়ালের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন,জেলা সমাজ সেবার উপ-পরিচালক উম্মে কুলসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন বিশ্বাস পৌর কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম। এসময় অন্যান্য স্হানীয় আওয়ামীলীগ নেতা,সরকারি
কর্মকর্তা সহ অনুষ্ঠানে অনুদান নিতে আসা ২২জন রোগীর প্রত্যককে ৫০হাজার টাকা, নদীভাংগন ৭৮ জনকে ২ লক্ষ ৪০হাজার টাকার, নৃ-গোষ্ঠী আধিবাসীর ৫৩ জনকে ১ লক্ষ
টাকার অনুদান সহ গৃহহীনদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।