সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে র্যালি প্রদর্শন ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ১৯৭১ সালে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান শহীদ বেদীতে শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পনের পর ব্যানার, ফেস্টুন নিয়ে এক বর্নাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের আহব্বানে, শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, আলহাজ্ব মোস্তফা কামাল খান, গাজী ফজলুর রহমান ফজলু, আব্দুল হাই তালুকদার, গাজী জগলু চৌধুরী, কমরেড নবকুমার কর্মকার,গাজী সাত্তার শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আসাদ উদ্দীন পবলু, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের তাদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করে। কিন্তু নতুন প্রজন্ম সেই ইতিহাস সঠিক ভাবে জানেনা। তাদের নিকট সঠিক ইতিহাস তুলেধরা এবং মুক্তিযুদ্ধ ও শহীদ পরিবারের সাথে সুসম্পর্ক সৃষ্টির জন্য সিরাজগঞ্জ গণহত্যা অনুসন্ধ্যান কমিটি কাজ করছে। আগামিতে আরো বৃহৎ পরিসরে এর কর্মকান্ড বৃদ্ধি করাসহ নানামুখি কর্মসুচি নেয়া হবে। তাই দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাসহ মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল মানুষকে একতাবদ্ধ হয় কাজ করতে হবে।
১৯৭১ সালের সিরাজগঞ্জে গণহত্যায় নিহতদের শহীদের মর্যাদার দাবি জানানো হয়। এতে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সিরাজগঞ্জে নিহত শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই র্যালি অংশ গ্রহণ করেন।