সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে বাণভাসী অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড.খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ডেঙ্গু হইছে এটাও নাকি গুজব। জজের সামনে কোর্টে আসামীকে হত্যা করা হলো এটাও নাকি গুজব। অতএব নমুনা কিন্তু ভালো না। দেশের মানুষের মধ্যে অস্বস্তি এবং ক্ষোভ এগুলো তার বহিপ্রকাশ। গণতন্ত্রকে যেখানে ধামাচাপা দিয়ে দাবিয়ে রাখা হয় সেখানেই ক্ষোভ প্রকাশ পায়। এগুলো তার ফসল। অতএব বেশিদিন কিন্তু এ সরকার টিকতে পারবে না। তিনি গতকাল রোববার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ও সয়দাবাদ ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এরপর পর্যায়ক্রমে সিরাজগঞ্জে যমুনা তীরবর্তি পাইকপাড়া মাদ্রাসা মাঠে, শহরের মতি সাহেবের ঘাটে এবং দিয়ারপাচিল হাফিজিয়া মাদরাসা মাঠ পয়েন্টে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ কমিটির আহবায়ক সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ, ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ইশরাক হোসেন সাদেক। জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, রকিবুল করিম খান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, নুর কায়েস সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলমসহ জেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।