সিরাজগঞ্জে কূপ খননকালে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত।
আজিজুর রহমান মুন্না বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস. বি. ফজলুল হক রোডস্থ পৌর কাঁচা বাজার এলাকায় আব্দুর রহমানের বাসার কুপ খনন করার সময় এক শ্রমিক মাটি ধ্বসে পড়ে প্রায় ২৫ ফুট মাটির নিচে আটকা পরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় আড়াই ঘন্টা পর আলী আশরাফ (৫০) নামের এক নির্মাণ শ্রমিককে উদ্ধার করে।
উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলী আসরাফ ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।