সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসে পিভিসি পাইপে আসা প্রায় ৪ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা পিভিসি পাইপের ভেতরে মিললো প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় কুরিয়ার ডেলিভারি নিতে আসা মাদক ব্যবসায়ী খোরশেদ আলমকে (৪৬) আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা রোডস্থ এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসে এ অভিযান চালায় র‌্যাব। আটক খোরশেদ আলম নাটোর জেলার লালপুর থানার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান জানান, কুরিয়ার পার্সেলে পিভিসি পাইপের ভেতরে অভিনব পন্থায় ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন কুরিয়ার সিরাজগঞ্জ শাখায় অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম কাজীর দেউড়ি থেকে আসা ওই পিভিসি পাইপের পার্সেলটি ডেলিভারী নিতে আসা খোরশেদ আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি। ওই পাইপের মধ্যে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে বলেও স্বীকার করেন খোরশেদ আলম।