সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং, ৯৯৯ এ ফোন করায় ছাত্রীর বাবাকে মারপিট ও বাড়িঘর ভাংচুর
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে পৌর এলাকায়
কলেজ ছাত্রীকে ইভটিজিং করায় ভুক্তভোগির ৯৯৯- ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার অপরাধে কলেজ ছাত্রীর বাবাকে মারপিট ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
( মঈলবার ৫ জুলাই ) সকাল ৮.৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা গ্রামে।
ভুক্তভোগী সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের ছাত্রী বলেন, আমি সকালে কোমলমতি শিশুদের প্রাইভেট পড়িয়ে গয়লা গ্রামে গাবতলায় আসলে বাবু ড্রাইভারের ছেলে শিপন (২৪), আবুল কালামের ছেলে সাহেদ (২৫) ও উজ্জল এর ছেলে আব্দুল্লাহ (২৩) আমাকে উক্ত্যাক্ত করেন। উক্ত্যাক্তের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ৯৯৯-এ ফোন করি। ৯৯৯-এ ফোন পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিপন ও রাশেদ ও আব্দুল্লাহকে কে আটক করে। আটক করার পর স্থানীয় তাজ কাউন্সিলরের মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়।
শিপন ও রাশেদ ও আব্দুল্লাহ কে ছেড়ে দেওয়ার পর দলবল সংঘবদ্ধ হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে আমার বাবাকে মারপিট করে বাড়িঘর ভাংচুর করে।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, ৯৯৯-ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইভটিজারদের শাসিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ থানায় প্রেরন না করায় তাদের আটক করা হয়নি। পরবর্তীতে তারা ছাত্রীর বাবাকে মারপিট ও বাড়িঘর ভাংচুর করেছে বিষয়টি জানা নেই। ভুক্তভোগি মেয়েটি থানায় অভিযোগ প্রদান করলে ব্যবস্থা গ্রহন করব।