সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কলেজের অধ্যক্ষের নামে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ও দুইজন অধ্যাপকের বিরুদ্ধে সাবেক অধ্যক্ষর সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ্য করে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ সরকারী কলেজ শিক্ষক পরিষদ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সরকারী কলেজ শিক্ষক পরিষদ এর আয়োজনে কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় কলেজের শিক্ষকরা মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন গত ৩১ ডিসেম্বর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম মনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে বর্তমান অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল সহ দুইজন অধ্যাপকের বিরুদ্ধে অডিট নিস্পত্তির জন্য ৩০ লক্ষ টাকা ঘুষ দাবী করার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এর ফলে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। সিরাজগঞ্জ সরকারী কলেজ পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় কলেজের অন্যান্য শিক্ষকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।